ঢাকাসোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২

পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪ , ০৭:০৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুকুরে ডুবে তানভীর হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শালবাহন ইউনিয়নের চুটচুটিয়াগছ এলাকায় এ ঘটনাটি ঘটে। 

তানভিরের বাড়ি চুটচুটিয়াগছ গ্রামে। সে ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে তানভীর হোসেন বাড়ির পাশে তার বন্ধুদের সঙ্গে মাঠে খেলতে যায়। একপর্যায়ে মাঠের উত্তর পাশে থাকা পুকুরে তাদের মধ্যে দুইজন গোসল করতে নামে। পরে তাদের দেখে তানভীরও পুকুরে নামে গোসল করার জন্য। কিন্তু তানভীর সাঁতার না জানায় সে তলিয়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে বন্ধুরা সঙ্গে সঙ্গে পরিবারকে খবর দেয়।

এরপর পরিবার ও স্থানীয় লোকজনদের সহযোগিতায় অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তানভীরকে উদ্ধার করা হয়। পরে তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক তদন্ত আরমান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবার অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |