• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

দেশকে ব্যর্থ করার জন্য পরাজিত শক্তি চেষ্টা চালিয়ে যাচ্ছে: রাশেদ খাঁন

আরটিভি নিউজ

  ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:২০
দেশকে ব্যর্থ করার জন্য পরাজিত শক্তি চেষ্টা চালিয়ে যাচ্ছে: রাশেদ খাঁন
ছবি: সংগৃহীত

দেশকে ব্যর্থ করার জন্য পরাজিত শক্তি চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালীর একটি কনভেনশন সেন্টারে নোয়াখালী জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত গণ অভ্যুত্থান পরবর্তী তারুণ্যের রাজনৈতিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, একাত্তরের পর যেমন বিভিন্ন বিপ্লব-প্রতিবিপ্লব হয়েছে, মহান মুক্তিযুদ্ধকে ব্যর্থ করার চেষ্টা করা হয়েছে ঠিক তেমনি দেশ স্বৈরাচার মুক্ত হবার এখনো দেশকে ব্যর্থ করার জন্য পরাজিত শক্তি চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ লাগাতে চায়, আমরা তাদের সে সুযোগ দেবো না।

রাশেদ খাঁন বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের জনগণ সম্মান এবং মর্যাদার সম্পর্ক চায়। আমরা শান্তি চাই। ভারত যুদ্ধ লাগাতে চাইলে তা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। ভারত যদি আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ লাগাতে চায় আমাদের পাশে ইউরোপ-আমেরিকা আছে।

গণ অধিকার পরিষদের এ নেতা বলেন, বিএনপি-জামায়ত-গণ অধিকার পরিষদসহ সকল রাজনৈতিক দল যুগপৎ ভাবে আন্দোলনে অংশ নিয়েছে। আমাদের এ বন্ধন অটুট রাখতে হবে। আগামীতে এদেশে জাতীয় সরকার দেশ পরিচালনা করবে। কোনো রাজনৈতিক দল যদি আবারও স্বৈরতন্ত্রের বীজ বুনতে চায় তবে এ দেশের জনগণ আবারও তাদের প্রতিহত করবে।

গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবদুর জাহেরের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন, নোয়াখালী জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক তাজুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন ইউনিয়ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এখনও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত পরাজিত শক্তির দোসররা: মির্জা ফখরুল
জাতীয় সংসদ ঘেরাওয়ের হুমকি