ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

আখাউড়ায় পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে জশনে জুলুছ

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ০৭:৪৮ পিএম


loading/img
ছবি : আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পবিত্র মাহে রবিউল আউয়াল ও ঈদে মিলাদুন্নবী (সা.)-কে স্বাগত জানিয়ে জশনে জুলুছ করেছে রেজভীয়া সুন্নিয়া সংগঠন।

বিজ্ঞাপন

রোববার (৮ সেপ্টেম্বর) সকালে আখাউড়া উপজেলার রেজভীয়া সুন্নিয়া সংগঠনের আয়োজনে কুমিল্লা সিলেট মহাসড়কের ধরখার এলাকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-কে স্বাগত জানিয়ে র‌্যালি অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা জানান, ধরখার বাসস্ট্যান্ড থেকে ধর্মীয় পতাকা নিয়ে বর্ণিল জশনে জুলুছের একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি তন্তর বাসস্ট্যান্ড পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় দরখার এসে শেষ হয়। এতে আশেপাশের এলাকার বিপুল পরিমাণ মানুষ অংশ নেয়। এ ছাড়াও রেজভীয়া সুন্নিয়া সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। 

বিজ্ঞাপন

এর আগে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পরিবেশে আখেরি নবী হজরত মুহাম্মদ (সা.)-এর পূর্ণাঙ্গ জীবন নিয়ে আলোচনা, পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা রেজভীয়া দরবার শরীফের গদ্দিনিশীন পীর আল্লামা- ডা. ক্বারী সিরাজুল আমিন রেজবী। 

আখাউড়া রেজভীয়া সুন্নীয়া সংগঠনের সভাপতি মুজিবুর রহমান রেজভীর সভাপতিত্বে মিলাদুন্নবীর আয়োজিত সমাবেশে দেশ, সমাজ ও পরিবারের কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |