• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

আরটিভি নিউজ

  ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৬
প্রতীকী ছবি

খুলনায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নগরীর বয়রা এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আশরাফুল, মামুন ও রাব্বি। তবে তাদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

স্থানীয়রা জানান, সকালে নির্মাণাধীন ভবনটির ছাদে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় অসাবধানতায় আশরাফুল, মামুন ও রাব্বি ছাদ থেকে পড়ে যান। সহকর্মীরা দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে কর ভবনে নির্মাণকাজ করছিলেন রড মিস্ত্রিরা। সেখানে অসাবধানতায় পাঁচ তলা থেকে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে ঘটনাটি সোনাডাঙ্গা মডেল থানা এলাকার।

আরটিভি/আইএম-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-খুলনা-বেনাপোল রুটে ট্রেনের ভাড়া ও সময়সূচি
চট্টগ্রামকে কাঁদিয়ে সেমিফাইনালে খুলনা
বিনা কারণে কাউকে গ্রেপ্তার করা যাবে না: সারজিস আলম
খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত