ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

থানার লুট হওয়া অস্ত্র মিলল কবরস্থানে 

আরটিভি নিউজ

বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ , ০২:৩৭ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া এক রাউন্ড কার্তুজসহ একটি আগ্নেয়াস্ত্র কবরস্থান থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে চাটখিল পৌরসভা সুন্দরপুর গ্রামে এক কবরস্থান থেকে এগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। 

বিজ্ঞাপন

বুধবার (১১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) নিত্যানন্দ দাস।

পুলিশ জানায়, অস্ত্র উদ্ধারে পুলিশ ও সেনাবাহিনী রাতে যৌথ অভিযান পরিচালনা করেছে। এ সময় উপজেলার চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের মিছাব বাড়ি সংলগ্ন কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থানায় হামলা চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র লুট করে নেয় দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) নিত্যানন্দ দাস বলেন, ‘আমাদের চাটখিল ও সোনাইমুড়ী থানা পুলিশের অনেক অস্ত্র এখনও পাওয়া যায়নি। তাই অস্ত্র উদ্ধার-সংক্রান্ত বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |