ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: শাহজাহান চৌধুরী

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ , ০৯:০২ পিএম


loading/img
ছবি: আরটিভি

হত্যাকারী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সীতাকুণ্ডের ফৌজদারহাট ইডেন পার্কে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

শাহজাহান চৌধুরী বলেন, জামায়াতে ইসলামী এই দেশে সুশাসন কায়েম করতে যোগ্যলোক তৈরি করছে। এই দেশে আল্লাহর আইন কায়েম করতে সবাইকে এগিয়ে আসতে হবে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, বিগত আওয়ামী সরকার দেশে জামায়াত-শিবিরের শতশত নেতাকর্মীকে অন্যায়ভাবে হত্যা করেছে। হত্যা করেছে বৈষম্যবিরোধী ছাত্রদের। ছাত্রদের হত্যাকারী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

সলিমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মহিউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আলাউদ্দিন শিকদার, জামায়াত নেতা মাস্টার নুরুস সালাম, ফারুকি আজম, উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ নেতা সাবেক কমিশনার মোহাম্মদ তাহের, অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী, রাশেদুজ্জামান মজুমদার, অধ্যাপক মাওলানা বোরহান উদ্দিন, কুতুবউদ্দিন শিবলী- থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন, এডভোকেট হুসাইন মোহাম্মদ আশরাফ, নুরুল ইসলাম।

এতে আরও উপস্থিত ছিলেন মাওলানা মাহাবু রহমান, কাজি জসিম উদ্দিন, জাহাংগীর সাদেক, জসিম উদ্দিন ও মাহাবুবুর রহমান তারেক।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |