ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

নারীসহ স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ধরে পুলিশে দিলেন স্ত্রী

আরটিভি নিউজ

রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ , ০৫:০০ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

নিজ বাড়িতে অসামাজিক কার্যকলাপের সময় নারীসহ এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন তার স্ত্রী-সন্তান। ওই স্বেচ্ছাসেবক লীগ নেতার নাম আব্দুল কাইয়ুম (৪৫)।

বিজ্ঞাপন

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সরকার পাড়া নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন।

বিজ্ঞাপন

আব্দুল কাইয়ুম ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক। 

এ সময় উজ্জল মিয়া (৩০) ও এক নারীকে (৩০) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ওসি মোজাফফর হোসেন বলেন, ‘আব্দুল কাইয়ুম একটি বহুতল ভবনে বসবাস করেন। ওই ভবনের ৪ তলায় তার স্ত্রী-সন্তান বসবাস করেন। আর নিচতলায় বসবাস করেন কাইয়ুম। নিচতলায় এক নারীর সঙ্গে অসামাজিক কার্যকলাপের সময় কাইয়ুমকে আটক করেন তার স্ত্রী ও সন্তান। এ ছাড়া উজ্জ্বল নামে এক যুবককে আটক করা হয় ওই কক্ষ থেকে। তাদের আটক করে ৯৯৯ এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে এসে থানায় নিয়ে যায় তাদের।’

বিজ্ঞাপন

ওসি আরও বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল কাইয়ুম এর আগেও আখাউড়া হোটেলে নারীসহ আটক হয়েছিলেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |