• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

চাঁদপুরে ইটের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ২১ সেপ্টেম্বর ২০২৪, ২৩:০৩
ফাইল ছবি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছেলের ইটের আঘাতে রোকেয়া বেগম (৬০) নামে এক মায়ের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ফতেপুর পশ্চিম ইউনিয়নে দিঘলীপাড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলে নুরে আলমকে (৩২) আটক করেছে পুলিশ।

নিহত রোকেয়া বেগম ওই গ্রামের মৃত কালু মিয়া প্রধানের স্ত্রী।

এ তথ্য নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) মো. ছানোয়ার হোসেন।

নিহত রোকেয়া বেগমের বড় মেয়ে মায়া আক্তার বলেন, আমার ছোট ভাই নুরে আলম মানসিকভাবে প্রতিবন্ধী। প্রায় সময়ই সে আমাকে এবং আমার মাকে মারধর করত। আজকে দুপুরের দিকে মা ও ভাই একসঙ্গে ভাত খেয়ে ঘর থেকে বের হয়ে যান। কিছুক্ষণ পরে বাড়িতে ফিরে ঘরের দরজার সামনে নুরে আলম হঠাৎ একটি ইট দিয়ে মায়ের মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। এতে মা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। এরপর খবর পেয়ে পুলিশ এসে আমার ছোট ভাই নুর আলমকে আটক করে নিয়ে যায়।

মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) মো. ছানোয়ার হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুরে আলমকে আটক করে। নুরে আলম মানসিকভাবে প্রতিবন্ধী। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লায় সীমান্ত থেকে ভারতীয় নাগরিক আটক
ময়মনসিংহে জুয়ার আসর থেকে সাবেক কাউন্সিলরসহ আটক ৯
চাঁদপুরে ড্রেজার-বাল্কহেডসহ গ্রেপ্তার ৯
চাঁদপুরে ড্রেজার পাইপে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, বাড়ছে দুর্ঘটনা