• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৫০
বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু
ছবি : আরটিভি

টাঙ্গাইলের মির্জাপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে ফাহাদ সিকদার নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার উয়ার্শী নদীর নাগরপাড়া খেয়াঘাট পারে গোসলে নেমে নিখোঁজ হয় ফাহাদ।

পরে বিকালে চারটার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত ফাহাদ সিকদার উয়ার্শী ইউনিয়নের নবগ্রাম গ্রামের মামুন সিকদারের ছেলে। সে মৈশামূড়া বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

উয়ার্শী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সেকেন্দার মিয়া বলেন, দুপুরে উয়ার্শী নদীর নাগরপাড়া খেয়াঘাটে বন্ধুদের সঙ্গে গোসল করতে নদীতে নামে ফাহাদ। পানিতে নেমে বন্ধুদের সঙ্গে খেলা করতে গিয়ে স্রোতে ভেসে গভীর পানির নিচে ডুবে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে প্রথমে স্থানীয় লোকজন খোঁজাখুজি করতে থাকেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে বিকেলে ৪টার দিকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে।

মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. বেলাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার বলেন, ‘বিকেলে ৪টার দিকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

এ দিকে গোসল করতে নেমে স্কুলছাত্র ফাহাদের মৃত্যুর খবর জানাজানি হলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৬ লাখ টাকার বিনিময়ে কলেজছাত্রীকে ডিভোর্স দিলেন এএসআই!
ভূঞাপুরে ইউপি সদস্য ও তার স্ত্রীর হাত-মুখ বেঁধে ডাকাতি 
নাগরপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 
গণতন্ত্র যতবার হোঁচট খেয়েছে বিএনপি পুনরুদ্ধার করেছে: টুকু