ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ , ১১:৫০ পিএম


loading/img
ছবি : আরটিভি

টাঙ্গাইলের মির্জাপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে ফাহাদ সিকদার নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার উয়ার্শী নদীর নাগরপাড়া খেয়াঘাট পারে গোসলে নেমে নিখোঁজ হয় ফাহাদ। 

পরে বিকালে চারটার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বিজ্ঞাপন

নিহত ফাহাদ সিকদার উয়ার্শী ইউনিয়নের নবগ্রাম গ্রামের মামুন সিকদারের ছেলে। সে মৈশামূড়া বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

উয়ার্শী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সেকেন্দার মিয়া বলেন, দুপুরে উয়ার্শী নদীর নাগরপাড়া খেয়াঘাটে বন্ধুদের সঙ্গে গোসল করতে নদীতে নামে ফাহাদ। পানিতে নেমে বন্ধুদের সঙ্গে খেলা করতে গিয়ে স্রোতে ভেসে গভীর পানির নিচে ডুবে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে প্রথমে স্থানীয় লোকজন খোঁজাখুজি করতে থাকেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে বিকেলে ৪টার দিকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে।

মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. বেলাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার বলেন, ‘বিকেলে ৪টার দিকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

বিজ্ঞাপন

এ দিকে গোসল করতে নেমে স্কুলছাত্র ফাহাদের মৃত্যুর খবর জানাজানি হলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |