গোপালগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের
গোপালগঞ্জে বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী রেজওয়ান সরদার নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইজিবাইক চালক।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই আবদুস সবুর।
নিহত রেজওয়ান সরদার উপজেলার বিজয়পাশা গ্রামের মাসুদুর রহমানের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী।
আহত ইজিবাইক চালক একই গ্রামের লিয়াকত আলীর ছেলে রিয়াজুল মোল্লা।
এ বিষয়ে এসআই আবদুস সবুর বলেন, গোপালগঞ্জগামী ওই ইজিবাইকে চালকসহ একজন যাত্রী ছিলেন। বিজয়পাশা এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি বাস ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি মহাসড়কের পাশে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়। এ সময় স্থানীয়রা ইজিবাইকে থাকা দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইজিবাইক যাত্রী রেজওয়ান সরদারকে মৃত ঘোষণা করেন। ইজিবাইক চালক রিয়াজুল মোল্লা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি আরও বলেন, ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি। যে কারণে সেটি জব্দ করা সম্ভব হয়নি।
আরটিভি/এমকে-টি
মন্তব্য করুন