স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ এক নারী

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ১৪ জুন ২০২৫ , ০৯:৩৬ এএম


স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ নারী
ছবি: আরটিভি

গোপালগঞ্জে স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে পুলিশের শরণাপন্ন হয়েছেন এক নারী বিজিবি সদস্য। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ দক্ষিণ বাশুড়িয়া গ্রাম থেকে ওই নারী সদস্যকে উদ্ধার করে।

ভুক্তভোগী আফসানা ফেরদৌসী বিজিবির মেডিকেল কোরে নার্স হিসেবে খাগড়াছড়িতে কর্মরত। 

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই তার স্বামী রেজাউল হোসেন শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। রেজাউল দক্ষিণ বাশুড়িয়া গ্রামের ওহাব মোল্লার ছেলে এবং বর্তমানে খুলনায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন।

আফসানার ভাষ্য অনুযায়ী, ঈদের ছুটিতে খুলনায় স্বামীর বাসায় গিয়ে সেখান থেকে সবাই মিলে টুঙ্গিপাড়ার শ্বশুরবাড়িতে আসেন। গত বুধবার (১১ জুন) রাতে পারিবারিক কলহের জেরে তার স্বামী তাকে এলোপাতাড়ি মারধর করেন এবং গরু জবাইয়ের ছুরি নিয়ে প্রাণনাশের হুমকি দেন। পরে একটি ঘরে তালাবদ্ধ করে রেখে যান।

পরদিন সকালে আফসানার ছোট মামা ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। ঘটনার সময় অভিযুক্ত রেজাউল হোসেন বাড়িতে ছিলেন না।

বিজ্ঞাপন

আফসানা জানান, ১৪ বছর আগে তাদের বিয়ে হয়। ১১ বছর বয়সী এক পুত্রসন্তান রয়েছে তাদের। সন্তানকে নিয়ে তিনি খাগড়াছড়িতে থাকেন। এ ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বিজ্ঞাপন

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ৯৯৯ থেকে তথ্য পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই নারী বিজিবি সদস্যকে উদ্ধার করি। অভিযুক্ত রেজাউল হোসেন তখন পালিয়ে ছিলেন। আফসানাকে তার আত্মীয়ের জিম্মায় দেওয়া হয়েছে। একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এএএ/এস

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission