• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

আড়াই মাস পর হিলি বন্দরে আলু আমদানি শুরু

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৫
ছবি: আরটিভি

দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে আড়াই মাস বন্ধ থাকার পর ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। মেসার্স প্রিয়ম এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে এসব আলু আমদানি করছেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ভারত থেকে দুই ট্রাক আলু আমদানি হয়।

দেশের বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে এসব আলু আমদানি করছে বলে জানায় আমদানিকারক প্রতিষ্ঠান।

আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি পারভেজ হোসেন বলেন, দেশের বাজারে আলুর দাম ঊর্ধ্বগতি তাই বাজার নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে আলু আমদানি শুরু করেছি। প্রথম দিনে ভারতীয় দুই ট্রাকে ৪৭ টন আলু আমদানি হয়েছে। এ সব আলু ভারতের জলপাইগুড়ি থেকে আমদানি করা হয়েছে। আমদানি বাড়লে দেশের বাজারে আলুর দাম অনেক কমে আসবে। দীর্ঘ আড়াই মাস পর কম শুল্কে আজ ভারত থেকে আলু আমদানি করা হয়েছে। বর্তমানে দেশের বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে মূলত এই আমদানি করা হয়েছে।

আরটিভি/এমএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
বড়দিন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
কমার পর আজকে স্বর্ণের দাম (২৪ ডিসেম্বর)
হিলিতে কমেছে আলু-পেঁয়াজের দাম