• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

সন্দ্বীপে অস্ত্র-মাদকসহ আটক ৩

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১০
ছবি : আরটিভি

চট্টগ্রামের সন্দ্বীপে চিহ্নিত মাদক কারবারি বাবুল ওরফে ছেনি বাবুলের আস্তানায় অভিযান চালিয়ে তিন সন্ত্রাসীকে আটক করেছে নৌবাহিনী।

শনিবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার রহমতপুরের ৯ নম্বর ওয়ার্ডে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে এ সময় পালিয়ে যায় মাদক কারবারি ছেনি বাবুল।

আটকরা হলেন— ছেনি বাবুলের সহযোগী মো. সোহাগ, মো. মিল্লাদ এবং মামুন। এ সময় তাদের কাছ থেকে ১টি রিভলবার ও ২টি পাইরোটেকনিকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। আর এসব উদ্ধার করে নৌবাহিনী কন্টিনজেন্ট সন্দ্বীপ।

এদিকে, চিহ্নিত মাদক কারবারি ছেনি বাবুল ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে সন্দ্বীপের বিভিন্ন স্থানে মাদক কারবার পরিচালনা করে আসছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রয়েছে। ছেনি বাবুলের বিরুদ্ধে সন্দ্বীপ থানায় হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে জব্দকৃত মাদক ও অস্ত্রসহ আটক তিন সন্ত্রাসীকে সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতে নিয়ন্ত্রণে নৌবাহিনীর নিয়মিত টহল অব্যাহত থাকবে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেসামরিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী
নৌবাহিনীর ৩২ কর্মকর্তা পেলেন অনারারী কমিশন
বিজয় দিবসে জনসাধারণের জন্য উন্মুক্ত নৌবাহিনীর ৭ জাহাজ
সন্দ্বীপকে নদীবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি