ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক আহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪ , ০৫:৫৬ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

মিয়ানমার সীমান্তের ওপারে নাফ নদী সংলগ্ন লালচর এলাকায় মাইন বিস্ফোরণে ওমর ফারুক (১৮) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

ওমর ফারুক টেকনাফ উপজেলার হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ড উত্তর পাড়ার মো. ইলিয়াসের ছেলে।

বিজ্ঞাপন

টেকনাফের হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে জেনেছি মঙ্গলবার সকাল ১০টার দিকে অবৈধভাবে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করে ফারুক। খাদ্য ফল (আনার ঘোলা) আনতে সেখানে যায় সে। সেখানে পুতে রাখা মাইন বিস্ফোরণে ডান পায়ে গুরুতর আহত হয়েছে সে।

তিনি আরও বলেন, বিষয়টি ভিকটিমের পরিবারের সদস্যরা জানার পর তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান।

আরটিভি/এএএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |