কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলির সময় গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী ও ডাকাতদলের প্রধান মোহাম্মদ রফিককে আটক করা হয়।
সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালীয়া পাড়া-সংলগ্ন পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
গুলিবিদ্ধ মোহাম্মদ রফিক (২৮) একই এলাকার আব্দুস সালামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সোমবার সন্ধ্যায় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালীয়া পাড়ায় একটি ঘরে সংঘবদ্ধ অপরাধী চক্রের কতিপয় লোকজন অবস্থানের খবরে যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে ডাকাত দল। আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। এ সময় ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত গুলি ছুড়তে ছুড়তে গহিন পাহাড়ি এলাকার দিকে পালিয়ে যায়। পালানোর সময় গুলিবিদ্ধ অবস্থায় একজনকে আটক করা হয়।
তিনি বলেন, পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। রফিকের বিরুদ্ধে অপহরণ ও ডাকাতিসহ থানায় একাধিক মামলা রয়েছে।
আরটিভি/এমএ/এস