• ঢাকা শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
logo

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, ধীরগতি

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ অক্টোবর ২০২৪, ১২:১৬
ছবি : আরটিভি

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। অতিবৃষ্টি, দুর্ঘটনা ও যানবাহন বিকল হওয়ায় সড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।

বিকল্প পন্থায় যমুনা সেতু পূর্ব গোলচত্বর থেকে ভূঞাপুর হয়ে এলেঙ্গা লিংক রোড দিয়ে যানবাহন চলাচল করছে। এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নান্নু খান জানান, গাড়ির চাপ বৃদ্ধি, অতিবৃষ্টির কারণে যানবাহন চলাচলে ধীরগতি, কয়েকটি স্থানে দুর্ঘটনার কারণে বৃহস্পতিবার মধ্যরাত থেকে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে পুলিশ মহাসড়কে কাজ করছে। দ্রুত যানজট নিরসন হবে বলেও আশা করেন তিনি।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগ
যানজটে দৈনিক ৮২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে
ঢাকার যানজট নিরসনের উপায় খুঁজতে নির্দেশ প্রধান উপদেষ্টার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট