ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ময়মনসিংহে মায়ের হাতে মেয়ে খুন 

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪ , ১০:২৭ পিএম


loading/img
ছবি : আরটিভি

ময়মনসিংহের ভালুকায় মায়ের হাতে ৯ বছরের শিশুকন্যা খুন হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘাতক মা কেয়া চক্রবর্তীকে আটক করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

শুক্রবার (৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবের তালুকদারের বাসায় এ ঘটনা ঘটে।

প্রতিবেশীদের বরাত দিয়ে ভালুকা মডেল থানার ওসি শামছুল হুদা খান বলেন, ঘাতক কেয়া চক্রবর্তীর স্বামীর নাম প্রসেনজিৎ চক্রবর্তী। তাদের গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার রামগড়ে। স্কয়ার কোম্পানিতে চাকরির সুবাদে তারা পরিবার নিয়ে ভালুকায় বাসা ভাড়া নিয়ে থাকতো। 

বিজ্ঞাপন

ওসি আরও বলেন, নিহতের মা কেয়া চক্রবর্তী মানসিক ভারসাম্যহীন ছিল। শুক্রবার বিকেলে স্বামী বাহিরে থাকায় মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে মা। এ ঘটনায় কেয়া চক্রবর্তীকে আটক করে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |