ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

ককটেল বিস্ফোরণে ভাই-বোন আহত

আরটিভি নিউজ

শনিবার, ০৫ অক্টোবর ২০২৪ , ০২:১৫ পিএম


loading/img
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।

বিজ্ঞাপন

শুক্রবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নিমতলা এলাকার কলাবাগান বস্তিতে অবস্থিত একটি বাড়ির ভেতর এই ককটেল বিস্ফোরণ হয়। 

আহতরা হলেন, কলাবাগান বস্তির লালু মোহাম্মদের ছেলে পলাশ ও মেয়ে লাকি।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সন্ধ্যার পরে লাল মোহাম্মদের টিনের বাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ওই দুই ভাই-বোন আহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

আরটিভি/এএএ/এসএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |