• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে কারাগার থেকে হাসপাতালে প্রেরণ

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ অক্টোবর ২০২৪, ১৭:০৭
ফাইল ছবি

কারাগারে অসুস্থ হয়ে পড়া সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সকালে তাকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সদর হাসপাতালের ডাক্তাররা তাকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

জানা গেছে, বয়সজনিত কারণে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গেল ৪ আগস্টে সুনামগঞ্জে ছাত্রজনতার ওপর হামলা মামলার ২নং আসামি ছিলেন তিনি। গত ২০ সেপ্টেম্বর শান্তিগঞ্জ উপজেলার হিজলবাড়ির নিজ বাসভবন থেকে তাকে আটক করে গ্রেপ্তার দেখায় পুলিশ।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, সুনামগঞ্জ সদর হাসপাতালে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর সুনামগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জেলার দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের হাফিজ আহমদ বাদী হয়ে ছাত্রজনতার ওপর হামলার অভিযাগে দ্রুত বিচার আইনে আদালতে ২০০ জনকে আসামি করে একটি মামলা করেন। ওই মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে গ্রেপ্তার করা হয়।

আরটিভি/এসএপি-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাম চোখে সমস্যা, শিশুর ডান চোখ অপারেশন করলেন চিকিৎসক
যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার, হাসপাতালে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু
বিদ্যালয়ের পাশে হাসপাতালের আবর্জনা, মালিককে অর্থদণ্ড
আরও ৩৯ ডেঙ্গু রোগী হাসপাতালে