ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

নেত্রকোণায় প্রধান নদ-নদীগুলোতে বাড়ছে পানি, বন্যার শঙ্কা 

আরটিভি নিউজ

রোববার, ০৬ অক্টোবর ২০২৪ , ০২:১০ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও নেত্রকোণার প্রধান প্রধান নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। এ অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ড। নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলে পানি ঢুকে কলমাকান্দার ৮টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়নের ৫৫টি গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। উঠতি আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। কংস ছাড়া জেলার প্রধান নদ-নদী, সোমেশ্বরী, মগড়া ও ধনু নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এখনো বিপৎসীমা ছাড়ায়নি।

বিজ্ঞাপন

রোববার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় পাওয়া তথ্যানুযায়ী, কংস নদ পানি জারিয়া পয়েন্টে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে উপদখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ও সোমেশ্বরী নদীর পানি দুর্গাপুর পয়েন্টে ২৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, প্রায় ১৩ হাজার হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে। এতে করে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বেন কৃষকরা।

নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান গণমাধ্যমকে জানান, বৃষ্টি আর উজানের ঢলে জেলার প্রধান নদ-নদীর পানি বেড়েই চলেছে। এখন পর্যন্ত সবগুলো নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |