ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

সোনারগাঁয়ে আলেমদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা

সোনারগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ , ০৩:৩০ পিএম


loading/img
ছবি : আরটিভি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ইমাম ও আলেমদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ দক্ষিণ শাখা।

বিজ্ঞাপন

শুক্রবার (১১ অক্টোবর) সকালে উপজেলা মডেল মসজিদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ দক্ষিণের সেক্রেটারি মো. আশাদুল ইসলামের উপস্থাপনায় ও সভাপতি মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী এডুকেশন সোসাইটির পরিচালক অধ্যক্ষ ড. ইকাবাল হোসাইন ভূঁইয়া ও বিশেষ অতিথি  ছিলেন মাওলানা রাকিব বিল্লাহ আড়াইহাজারী। 

বিজ্ঞাপন

এ সভায় সোনারগাঁও পৌর এলাকার মসজিদের খতিব, ইমাম, মোয়াজ্জেম এবং মাদরাসার মুহতামিম ও ওলামায়ে কেরামরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় অধ্যক্ষ ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, দেশের মধ্যে ধর্ম নিয়ে কেউ যেন কোনো ধরনের বিভ্রান্তি তৈরি করতে না পারে। এজন্য মসজিদে মসজিদে ইমামরা গুরুত্ব সহকারে আলোচনা করবেন বলে আশা করি। 

আরটিভি/এএএ/এআর
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |