• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

বাসা থেকে বের হলেই সবাই ঘিরে ধরে: মিম

আরটিভি নিউজ

  ১১ অক্টোবর ২০২৪, ১৬:৪৩
সংগৃহীত
ছবি: সংগৃহীত

শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের মহোৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবটি উদযাপনে ব্যস্ত রয়েছে দেশের তারকারাও। ব্যতিক্রম নন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এবার দুর্গাপূজা ঘিরে ভিন্ন সাজে ধরা দিচ্ছেন এই নায়িকা। এর আগে দেবীর অবতারে নিজেকে ধরা দিয়ে ভক্তদের চমকেও দেন। এবার তার পরিকল্পনা কী, কীভাবে কাটাবেন, তা জানালেন তিনি।

পূজা আসলেই নিজের মতো করে সাজতে পছন্দ করেন মিম। ষষ্ঠী থেকে দশমী, পূজার একেক দিনে একেক রকম পোশাক পরেন। এবারের পূজার পরিকল্পনা নিয়ে গণমাধ্যমে মিম জানালেন, পরিবার নিয়ে ঢাকার মন্দিরে মন্দিরেই ঘুরবেন তিনি। মিমের কথায়, ‘ঢাকাতেই বিভিন্ন পূজামণ্ডপে ঘুরে বেড়াব। ইচ্ছা আছে সবগুলো মন্দির দেখার। বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।’

বাইরে না যাওয়ার কারণ হিসেবে ব্যক্তিগত কারণ ও বর্তমানের যানজটকে দুষলেন মিম। বললেন, ‘আমি আসলে এবার কোথাও যাওয়ার পরিকল্পনা করিনি। কারণ, পূজার পরপরই মাকে নিয়ে ডাক্তার দেখাতে দেশের বাইরে যেতে হবে। এ ছাড়াও রাস্তাঘাটে বেশ যানজট থাকায় স্বল্প সময়ের জন্যও কোথাও যেতে চাচ্ছি না। তাই এবার পরিকল্পনা ঢাকাকে ঘিরেই।’

ছোট বেলার পূজার স্মৃতি নিয়ে মিম বলেন, ‘ছোট বেলায় অনেক আনন্দ করতাম, ঘুরে বেড়াতাম। কিন্তু এখন আর সেই আনন্দটা নেই। এখন গ্রামে গেলে বাসা থেকে বের হতে পারি না, কারণ বের হলেই সবাই ঘিরে ধরে। হয়তো আত্মীয়-স্বজনদের বাসায় যাই, সেখানেও লোকজন ভিড় করে থাকে। এতে খারাপ লাগে না আমার। কারণ আমাদের গ্রামেরই তো মানুষ। কিন্তু ওই যে বললাম, শৈশবের মতো ঘুরে বেড়াতে পারি না।’

প্রসঙ্গত, ২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন বিদ্যা সিনহা মিম। ২০০৮ সালে ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে আত্মপ্রকাশ করেন এই অভিনেত্রী। এরপর ‘জোনাকির আলো’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

আরটিভি /এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার জুরির দায়িত্ব পেলেন বাঁধন
‘ব্যাংক ডাকাতি’ নিয়ে যত চলচ্চিত্র
বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে ভালো নির্মাতা দরকার: সিয়াম
বাচসাস পরিবার দিবস ২৫ ডিসেম্বর