• ঢাকা বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১
logo

নদীতে পড়ে বাবা নিখোঁজ, উদ্ধার করতে ছেলের ঝাঁপ

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ অক্টোবর ২০২৪, ০৯:১১
নদীতে ঝাঁপ দিয়েও বাবাকে খুঁজে পেলনা ছেলে
ছবি : আরটিভি

নওগাঁয় প্রতিমা বিসর্জনের সময় নদীতে পড়ে গিয়ে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। নিখোঁজ বৃদ্ধের নাম চিত্তরঞ্জন চক্রবর্তী (৬২)। এ সময় বৃদ্ধ বাবাকে বাঁচাতে তাৎক্ষণিক নদীতে ঝাঁপিয়ে পড়েও খুঁজে পেতে ব্যর্থ হন ছেলে গৌড় চক্রবর্তী।

রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের ছোট যমুনা নদীর দহের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।

স্থানীয়রা জানান, বৃদ্ধ চিত্তরঞ্জন চক্রবর্ত্তী শহরের পার নওগাঁ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। চাল ব্যবসায়ী বেলাল হোসেনের আড়তে কর্মচারী হিসেবে চাকরি করতেন তিনি। তার নিখোঁজের খবরটি চারিদিকে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক সেখানে পৌঁছায় ফায়ার সার্ভিস ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপরই স্থানীয় ডুবুরি দল তাকে খুঁজতে চেষ্টা চালাতে থাকেন।

নিখোঁজ চিত্তরঞ্জনের পরিবার জানায়, বিকেলে শহরের আলুপট্টি এলাকার পার-নওগাঁ বারোয়ারী সার্বজনীন পূজামণ্ডপের নৌবিহারে অংশ নিতে নৌকায় উঠেছিলেন তিনি। নৌবিহার শেষে সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের সময় চলন্ত নৌকা থেকে হঠাৎ পানিতে পড়ে যান চিত্তরঞ্জন। তার পানিতে পড়ে যাওয়া নজরে এলে তাৎক্ষণিক নদীতে ঝাঁপিয়ে পড়েন ছেলে গৌড় চক্রবর্তী। তবে দীর্ঘ সময় চেষ্টার পর একপর্যায়ে গৌড় ব্যর্থ হয়ে নদী থেকে উঠে আসেন। রাত ১১টা পর্যন্ত চেষ্টা করেও চিত্তরঞ্জন চক্রবর্তীর সন্ধান পায়নি নওগাঁর ডুবুরি দল। সর্বশেষ রাত সাড়ে ১১টায় তাকে খুঁজতে কাজ করে রাজশাহী থেকে আসা বিশেষ ডুবুরি দল।

এ বিষয়ে ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, নিখোঁজ ওই ব্যক্তিকে উদ্ধারে রোববার সন্ধ্যার পর থেকেই কাজ করেছে আমাদের ডুবুরি দল। বর্তমানে রাজশাহী থেকে আসা বিশেষ ডুবুরি দল এ উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। প্রতিটি প্রাণই মূল্যবান, তাই চিত্তরঞ্জনকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।

আরটিভি/এমকে/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থী, অতঃপর...
প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ২ নৌকার সংঘর্ষ, নিহত ১
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে দুর্গোৎসব
হাতিয়ায় নৌবাহিনীর উপস্থিতিতে ৩৩ মণ্ডপের প্রতিমা বিসর্জন সম্পন্ন