• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থী, অতঃপর...

আরটিভি নিউজ

  ১৪ অক্টোবর ২০২৪, ১১:৩২
সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থী, অতঃপর...
ছবি : সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ প্রান্ত দেব প্রবালের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) ভোরে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্ট থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সি সেইফ লাইফ গার্ডের সিনিয়র ইনচার্জ ওসমান গনী।

নিখোঁজ শিক্ষার্থী কক্সবাজার ঈদগাঁও এলাকার পলাশ দেবের ছেলে। সে নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, রোববার সন্ধ্যার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে তিনি নিখোঁজ হন।

সি সেইফ লাইফ গার্ডের সিনিয়র ইনচার্জ ওসমান গনী বলেন, ‘প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের কয়েক ঘণ্টা পর সৈকতের কবিতা চত্বর পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।’

এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসকের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন বলেন, ‘প্রতিমা বিসর্জনের সময় এক দর্শনার্থী নিখোঁজের কয়েক ঘণ্টা পর সৈকতের কবিতা চত্বরে জোয়ারে ভেসে আসেন। জেলেরা দেখতে পেয়ে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

আরটিভি/এমকে/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কক্সবাজার সমুদ্র সৈকতে কাউন্সিলরকে গুলি করে হত্যা
শীতের শুরুতেই কুয়াকাটা সমুদ্র সৈকত পর্যটকে মুখরিত
সমুদ্র সৈকতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার
নদীতে পড়ে বাবা নিখোঁজ, উদ্ধার করতে ছেলের ঝাঁপ