ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

আরটিভি নিউজ

সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ , ১১:৫৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সদরের গোপিনাথপুরে সাপের কামড়ে সোহরাব হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (১৪ অক্টোবর) সকাল ৭টায় এ ঘটনা ঘটে।

সোহরাব সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের সুবহানের ছেলে।

বিজ্ঞাপন

প্রতিবেশী আসলাম উদ্দিন বলেন, সকালে আমি ও শিশুর বাবা কাজে করছিলাম। এ সময় শুনতে পাই বাড়ির উঠানে খেলা করার সময় একটি বিষধর সাপ সোহরাবের পায়ে কামড় দেয়। পরে আমরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোর্শেদ আলম বলেন, শিশুটিকে জরুরি বিভাগে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |