• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

মাদক ব্যবসায়ীর হাতে যুবক খুন 

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ অক্টোবর ২০২৪, ১৯:০১
মাদক ব্যবসায়ীর হাতে যুবক খুন 
ছবি : সংগৃহীত

যশোরের চৌগাছায় মাদক ব্যবসায়ীর হাতে জাহিদ হোসেন (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

নিহত জাহিদ উপজেলার মশমপুর গ্রামের শিমুল হোসেনের ছেলে।

নিহতের মামা আরমান জানান, স্থানীয় সন্ত্রাসীরা মাদক ব্যবসা করে আসছিলো। মাদক ব্যবসায়ীদের অবৈধ চালান প্রায় প্রশাসনের হাতে ধরা খাওয়ায় তারা আমার ভাগনেকে সন্দেহ করে এবং এলোপাতাড়ি মারধর করে। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে থাকার সময় ৬ জন যুবক আমার ভাগনের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে অণ্ডকোষে আঘাত লেগে আমার ভাগনে গুরুতর আহত হয়। চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এ বিষয়ে চৌগাছা থানার তদন্ত কর্মকর্তা আবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমকে/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাঘারপাড়ায় আ.লীগের ৩০৮ নেতাকর্মীর নামে মামলা
যশোরের মাদরাসার ভাইরাল ভিডিওটি নিয়ে যা জানা গেল
শার্শা সীমান্ত থেকে পৃথক দুটি মরদেহ উদ্ধার
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২