• ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
logo

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৯ জেলের কারাদণ্ড

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ অক্টোবর ২০২৪, ১৪:২১
ছবি : আরটিভি

শরীয়তপুরের ভেদরগঞ্জের পদ্মা নদী থেকে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৯ জেলেকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) দিনব্যাপী পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

এ সময় জেলেদের কাছে থাকা দুটি মাছ ধরার নৌকা ও ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে আটক জেলেদের প্রত্যেককে পনের দিনের করে কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। আর জব্দ করা কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

ভেদরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম জানান, মা ইলিশ রক্ষায় ২২ দিনের জন্য নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় জেলেদের কাছ থেকে দুটি নৌকা ও ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে জাল পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।

আরটিভি/এএএ-টি

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাঁকো পারাপার নিয়ে দ্বন্দ্ব, কৃষককে হত্যায় গ্রেপ্তার ২
সাঁকো তৈরি নিয়ে ঝগড়া, কৃষককে কুপিয়ে হত্যা
প্রতিপক্ষের হামলায় জামায়াত নেতা নিহত
কেরানীগঞ্জ থেকে শিশু অপহরণ, শরীয়তপুরে উদ্ধার