• ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
logo

পাইকগাছায় বজ্রপাতে নিহত ১

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ অক্টোবর ২০২৪, ১৬:১৯
ছবি : আরটিভি

খুলনার পাইকগাছায় বজ্রপাতে লাকি বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের পাইকগাছা উপজেলা হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার কেওড়াতলা মৌজায় একটি মাছের ঘেরে এ ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন সুভদ্রা সানা জানান, তারা চারজন শেওলা উত্তোলনের কাজ করছিলেন পাশাপাশি দুইটি ঘেরে। এ সময় বজ্রপাতে শুরু হলে ঘেরের পাশে আমরা আশ্রয় নিই। বজ্রপাতে লাকি বেগম ঘটনাস্থলে নিহত হন। আমিও অজ্ঞান হয়ে যায়। স্থানীরা আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সন্তোষ সানা ও ফজিলা বেগম নামে আরও দুজন আহত হন।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) তুষার কান্তি দাশ জানান, সকাল ৯টার দিকে উপজেলার ওড়াবুনিয়াতে বজ্রপাতে একজন নিহত হয়েছে শুনেছি।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাইকগাছায় বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত
মসজিদে ছাগল দান, নিলাম নিয়ে সংঘর্ষে নিহত ১
মরিচখেতে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
বজ্রপাতে মেহেরপুরে দুইজনের মৃত্যু