• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৬ জেলে আটক

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ অক্টোবর ২০২৪, ২০:৪২
ছবি : সংগৃহীত

শরীয়তপুরের গোসাইরহাটে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ছয় জেলেকে আটক করা হয়েছে। একই সঙ্গে ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানায়, দুপুর থেকে মা ইলিশ রক্ষায় উপজেলার মেঘনা নদীতে অভিযানে নামে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার সময় ছয় জেলেকে আটক করা হয়। পাশাপাশি ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য আট লাখ টাকা। অভিযানে একটি ইঞ্জিনচালিত ছোট নৌকা জব্দ করা হয়।

অভিযানে জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাব্বির সাজ্জাদ, গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্য পুলিশ সদস্যরা অংশ নেয়।

গোসাইরহাট উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কাশেম গণমাধ্যমকে বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ছয় জেলেকে আটক করা হয়েছে। মা ইলিশ রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত রাখা হবে।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শরীয়তপুরে ছাড়পত্র ছাড়াই চলছিল ইটভাটা, ২ লাখ টাকা জরিমানা
শরীয়তপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
শীতার্তদের মাঝে কম্বল পৌঁছে দিলেন এসিল্যান্ড
শরীয়তপুরে অটোরিকশা চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু