ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

গোপালগঞ্জে জাল টাকাসহ আটক ২

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ , ০২:২৫ পিএম


loading/img
ছবি : আরটিভি

গোপালগঞ্জে ২ লাখ ৪০ হাজার জাল টাকাসহ ২ জনকে আটক করেছে সদর থানা পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে শহরের লঞ্চঘাট ও সদর হাসপাতালের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, সদর উপজেলার হরিদাসপুর গ্রামের হিরু শেখের ছেলে হাবিবুর রহমান (৪০) এবং ফকিরকান্দি গ্রামের মৃত নওশের আলি শেখের ছেলে রিপন শেখ ওরফে বাটু শেখ (৩৭)।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজেদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ২০২৩ সালে ডিএমপির তুরাগ থানা এলাকার ডাচ বাংলা ব্যাংকের ডাকাতি মামলার আসামি হাবিবুর রহমানকে জাল টাকাসহ আটক করে। পরে হাসপাতালের সামনে অভিযান চালিয়ে জাল টাকাসহ রিপন শেখ ওরফে বাটু শেখকে আটক করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, আসামিরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছিল। এদের মধ্যে হাবিবুর রহমান ডিএমপির তুরাগ থানার ডাচ বাংলা ব্যাংকের ডাকাতি মামলার আসামি। আটককৃতদের বিরুদ্ধে মামলার দায়েরের প্রস্তুতি চলছে।

আরটিভি/এএএ/এসএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |