• ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
logo

কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ অক্টোবর ২০২৪, ১৮:৫৭
ছবি : আরটিভি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা হেডকোয়ার্টারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর তারা সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানীর ওপর হামলার প্রতিবাদে তারা এ কর্মসূচী পালন করে।

উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, যুগ্ম—সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক ফায়েকুজ্জামান শেখ, পৌর—বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া ও সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য—সচিব মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য—সচিব মাসুদ তালুকদার, শ্রমিক দল নেতা হাইউল নিজামীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা গত ১৩ সেপ্টেম্বর গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানীর ওপর হামলা এবং হামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত হোসেন দিদার নিহত ও প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। পাশাপাশি দোষীদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানে সেনাবাহিনীর অনুষ্ঠানে যোগ দিলেন বিএনপির হাফিজ উদ্দিন
রাজনৈতিক বিতর্কে আ.লীগের দুর্বৃত্তায়ন চাপা পড়ে যাচ্ছে: মির্জা ফখরুল
রাবিতে বিক্ষোভ, প্রশাসনিক ভবনে তালা ঝোলালেন শিক্ষার্থীরা
খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন কবে, জানা গেল