কালীপূজায় আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
কালীপূজা ও দীপাবলি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এক দিনের জন্য আমদানি রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালের দিকে এক দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন স্থলবন্দরের মাছ রপ্তানি কারক এসোসিয়েশন সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া।
তিনি জানান, কালীপূজা ও দীপাবলি উপলক্ষে ভারতের আগরতলার ব্যবসায়ীরা সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখবেন। এ বিষয়ে তারা আমাদের জানিয়েছেন। তবে ওইদিন যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। আগামীকাল শুক্রবারও সাপ্তাহিক বন্ধ থাকবে। শনিবার থেকে পুনরায় আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হবে।
আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল আলম জানান, কালীপূজা ও দীপাবলি উপলক্ষে আখাউড়া স্থলবন্দর এক দিনের জন্য বন্ধ ঘোষণা করা হলেও বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রী পারাপার আগের মতোই স্বাভাবিক থাকবে।
আরটিভি/এএএ/এসএ
মন্তব্য করুন