• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

ট্রেন থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ নভেম্বর ২০২৪, ১৫:১২
ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোলে ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেন তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ২ কেজি ৭৬০ গ্রাম কোকেন ও ১ কেজি ৬৯২ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি।

রোববার (৩ নভেম্বর) বিকেলে খুলনা-মোংলা-বেনাপোল রুটে চলাচলকারি বেতনা এক্সপ্রেস থেকে এই মাদকের চালান উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

তিনি সাংবাদিকদের জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি টহলদল বেনাপোল রেলস্টেশনে ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেন তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ট্রেনের ভেতর সন্দেহজনক একটি ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভেতর দুই কেজি ৭৬০ গ্রাম কোকেন ও এক কেজি ৬৯২ গ্রাম হেরোইন পাওয়া যায়। উপস্থিত যাত্রীদের জিজ্ঞাসাবাদে ব্যাগের কোন মালিক পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়।

বিজিবি কর্মকর্তা আরও বলেন, জব্দকৃত কোকেন ও হেরোইনের মোট মূল্য এক কোটি ৭১ লাখ ৮৪ হাজার টাকা। এর মধ্যে কোকেনের মূল্য এক কোটি ৩৮ লাখ টাকা ও হেরোইনের মূল্য ৩৩লাখ ৮৪ হাজার টাকা।

আরটিভি/এফআই/এসএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেকনাফে অস্ত্র ও গুলিসহ আটক রোহিঙ্গা ডাকাত
ফুটবলের ভেতর মিলল ২ কেজি হেরোইন
বিজিবির অভিযানে পাঁচ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
দুই কিশোরকে আরাকান আর্মি থেকে ফেরত আনলো বিজিবি