• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

ঝালকাঠিতে মাহিন্দ্রা-পিকআপ সংঘর্ষ, নিহত ২

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ নভেম্বর ২০২৪, ২০:৪৫
ঝালকাঠিতে মাহিন্দ্রা-পিকআপ সংঘর্ষ, নিহত ২
ছবি : আরটিভি

ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে পিংড়ি এলাকায় মাহিন্দ্রা (থ্রি হুইলার) ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

সোমবার (৪ নভেম্বর) বেলা ১২টার দিকে জেলার রাজাপুর উপজেলার পিংড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, একটি যাত্রীবাহী মাহিন্দ্রা (থ্রিহুইলার) বরিশাল থেকে রাজাপুরের দিকে যাওয়ার পথে পিংড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়েকে ৩০ মিনিট যান চলাচল বন্ধ ছিলো। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবজাতককে নদীতে ফেলে হত্যা, সেই মায়ের বিরুদ্ধে মামলা
নলছিটিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ
সাইফ আলীকে ছুরিকাঘাত, গ্রেপ্তারকৃত শেহজাদের বাড়ি ঝালকাঠি!
শিক্ষার্থীকে বেত্রাঘাত, প্রধান শিক্ষকের ওপর হামলা অভিভাবকের