• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

যুবদলের কর্মিসভায় ককটেল বিস্ফোরণ 

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ নভেম্বর ২০২৪, ১১:০৮
যুবদলের কর্মীসভায় ককটেল বিস্ফোরণ 
ছবি : সংগৃহীত

পঞ্চগড়ের বোদা উপজেলায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাতে মানিকপীর মাদরাসা মাঠে যুবদলের কর্মিসভা চলাকালে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। পরে ঘটনাস্থল থেকে চারটি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বোদা থানার ওসি আজিমউদ্দিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেংহারি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজনে কর্মীসভা চলাকালীন সময়ে মাদরাসা প্রাচীরের বাইরে থেকে দুর্বৃত্তরা লক্ষ্য করে পরপর ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায়। কর্মিসভায় উপস্থিত ছিলেন বোদা উপজেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা, বেংহারি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ওমর ফারুকসহ নেতাকর্মীরা।

বোদা থানার ওসি আজিমউদ্দিন বলেন, যুবদলের কর্মীসভা চলাকালে কয়েকজন দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি ককটেল দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। কোন অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দুর্বৃত্তদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেখানেই সিন্ডিকেট-চাঁদাবাজি দেখব উপড়ে ফেলব: সারজিস
ঐক্যই আমাদের মুক্তির একমাত্র অবলম্বন: আসিফ মাহমুদ
পঞ্চগড়ে স্টেডিয়াম নির্মাণের ঘোষণা ক্রীড়া উপদেষ্টার
শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে