লাকড়ি আনতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বজ্রপাতে সুমি আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্বাঞ্চল গ্রামে এ ঘটনা ঘটে।
সুমি আক্তার একই ওয়ার্ডের ইউসুফ হোসেন ও আফসানা দম্পতির মেয়ে।
স্থানীয় গ্রাম পুলিশ আলাউদ্দিন জানান, বেলা ১১টা থেকে নিঝুম দ্বীপে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। তখন ঘরের পাশে থাকা শুকনো লাকড়ি রান্না ঘরে নিতে বের হয় সুমি। বজ্রপাত শুরু হওয়ায় সে একটি গাছের নিচে আশ্রয় নেয়। ওই সময় গাছটি বজ্রপাতের শিকার হয়। এতে গাছের বাকল ছিঁড়ে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই সুমির মৃত্যু হয়।
হাতিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত ইউএনও) মিল্টন চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে সুমি নামের এক কিশোরীর মৃত্যুর সংবাদ শুনেছি। সে লাকড়ি কাটতে থাকা অবস্থায় বজ্রপাতে মৃত্যু হয়। আমরা উপজেলা প্রশাসনের পক্ষে থেকে তার পরিবারের পাশে থাকব।
নিঝুম দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আমিন বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়নি।
আরটিভি/এফএ/এসএ
মন্তব্য করুন