• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

সাবেক গণপূর্তমন্ত্রীসহ ২৩৬ জনের নামে মামলা

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ০৬ নভেম্বর ২০২৪, ১৪:১১
সাবেক গণপূর্তমন্ত্রীসহ ২৩৬ জনের নামে মামলা
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ ২৩৬ জনের নামে মামলা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ মঈন উদ্দিন মামলাটি করেন।

বুধবার (৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের।

এ ছাড়াও মামলায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ও জসিম উদ্দিনসহ ১৫৬ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আরও ৭০ থেকে ৮০ জনের নামে মামলা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৮ অক্টোবর বেগম খালেদা জিয়া গাড়িবহর নিয়ে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছিলেন। পথে বিকাল ৫টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নয়দুয়ারি এলাকায় সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশে হামলা ও ভাঙচুর করা হয়। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে মিরসরাই থানার ওসি আবদুল কাদের বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেপ্তার
সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ কারাগারে
সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেপ্তার
খামার থেকে ডিম ও মুরগি চুরি