• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

প্রবাসী স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ নভেম্বর ২০২৪, ১৭:০৭
ফাইল ছবি।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোহন মিয়া নামে এক যুবক তার সৌদি আরব প্রবাসী স্ত্রীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন।

বুধবার (৬ নভেম্বর) সকালে বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম।

নিহত মোহন পৌরশহরের তারাগন মধ্যপাড়ার বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে আখাউড়া পৌরশহরের দেবগ্রামের বাসিন্দা শসন মিয়ার মেয়ে তাসলিনা আক্তার চাঁদনীর সঙ্গে পারিবারিক সম্মতিতে পাশের তারাগন গ্রামের শফিকুল ইসলামের ছেলে মোহন মিয়ার বিয়ে হয়। বিয়ের পর তাদের কোলজুড়ে আসে ছেলে সন্তান। গত ১৫দিন ধরেই প্রবাসে থাকা স্ত্রীর সঙ্গে মোবাইলে ঝগড়া চলছিল মোহনের। এ কারণে কিছুটা মানসিক চাপে থাকতেন মোহন। এক পর্যায়ে মঙ্গলবার দিবাগত রাতের কোনো একসময় তার শয়নকক্ষে আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানান, দাম্পত্য ও পারিবারিক কলহের জের ধরেই অভিমানে মোহন তার নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে এখনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এএএ/এসএ


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় নারীকে পুড়িয়ে হত্যা, যুবক গ্রেপ্তার
আখাউড়ায় বিএনপির পৌর কৃষক দলের নতুন কমিটির আনন্দ মিছিল
ঢাকা টু আখাউড়া লংমার্চ: ভারতকে প্রভুত্ব ছেড়ে বন্ধু হওয়ার আহ্বান 
বিএনপির ৩ সংগঠনের লং মার্চ আখাউড়া পৌঁছেছে