• ঢাকা বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১
logo

সরকারকে যৌক্তিক সময় পর্যন্ত সহযোগিতা করব: গয়েশ্বর

আরটিভি নিউজ

  ০৯ নভেম্বর ২০২৪, ০৬:১৪
গয়েশ্বর চন্দ্র রায়
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় পর্যন্ত সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে খুলনা নগরীর শিববাড়ি মোড়স্থ জিয়াহল চত্বরে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, পরিবর্তন আছে, সংস্কার আছে সবকিছুর সঙ্গে একমত। কিন্তু জনগণের নির্বাচিত পার্লামেন্ট ছাড়া সংবিধানের কোনো কিছু পরিবর্তন করা যায় না। আমরা এই সরকারকে সহযোগিতা করব সেটা একটা যৌক্তিক সময় পর্যন্ত। দেশে দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে আমরা অন্তর্বর্তী সরকারকে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে বিদায় দিতে চাই, অন্যকোনো পথে হোক এটা আমরা আশা করি না। ফলে আপনারা একটি নির্বাচনের দিকে এগিয়ে যান।

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করেছি। আর ৫ আগস্ট আমরা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। এই অর্জন আমাদের ধরে রাখতে হবে। বর্তমান প্রধান উপদেষ্টা কথা একটু কম বলেন, কিন্তু তার আশপাশে কয়েকজন আছেন- যারা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেন।

তিনি বলেন, শেখ মুজিবুর রহমান দেশে এক দলীয় বাকশাল কায়েম করেছিলেন। তিনি মারা যাওয়ার পর দেশের মানুষ ৭ নভেম্বর একটি বিপ্লবের মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা করেছিলেন। যার নেতৃত্ব দিয়েছিলেন জিয়াউর রহমান।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৬ বছরে জ্বলে-পুড়ে খাঁটি সোনা হয়েছে বিএনপি: আমীর খসরু
নির্বাচন ব্যবস্থা সংস্কারে মতামত চেয়ে বিএনপি-জামায়াতসহ ২২ দলকে চিঠি
এই বিএনপিকে টলানোর সাধ্য কারও নেই: আমীর খসরু
তারেক রহমানের জন্মদিনে অনুষ্ঠান নয়, করলেই ব্যবস্থা