• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

আশুলিয়ায় ১০ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আশুলিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ নভেম্বর ২০২৪, ১৪:৪১

ঢাকার আশুলিয়ায় প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাজী মো. মজিবুর রহমানকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ২টার দিকে আশুলিয়ার জিরানী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফিরোজ মিয়া।

গ্রেপ্তার হাজী মো. মজিবুর রহমান গাজিপুর জেলার সদর থানার কোনাপাড়া মাধবপুর এলাকার রেনু তাজমহল মন্ডল বাড়ির হাজী মো. রমজান আলীর ছেলে। তিনি এম এস রিয়াল রাতুল এবং রিহান সেনেটারীর স্বত্বাধিকারী।

আশুলিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফিরোজ মিয়া জানান, গ্রেপ্তার মজিবুর রহমানের বিরুদ্ধে প্রতারণা (এনআই এক্ট) মামলায় ৩ কোটি ৫০ লাখ টাকা জরিমানাসহ ১০ মাসের সাজার ওয়ারেন্ট ছিল। তিনি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছিলেন। আজ দুপুরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার জিরানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। উক্ত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এফআই/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যৌথ সংবাদ সম্মেলনে যা বললেন জামায়াত আমির ও চরমোনাই পীর
কেন্দ্রীয় কার্যালয়ে সংঘর্ষ, যা বলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
ফেসবুকে নিখোঁজ সংবাদ, তদন্তকালে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার
ফ্যাসিস্ট আমলে সংবাদপত্রের ওপর জুলুম চালানো হয়েছিল: জামায়াত আমির