• ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
logo

চাঁদপুর সরকারি হাসপাতালের দালালদের হামলায় সমন্বয়ক আহত

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ১০ নভেম্বর ২০২৪, ০৭:০৪
চাঁদপুর সরকারি হাসপাতালের দালালদের হামলায় সমন্বয়ক আহত
ছবি : আরটিভি

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে দালালদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাকিব ভূঁইয়া আহত হয়েছেন।

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুর সদর হাসপাতালের বিপরীতে তাকওয়া ডায়াগনস্টিকের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত রাকিব ভূঁইয়া চাঁদপুর সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

বর্তমানে রাকিব চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ওনান স্টাফ ইমার্জেন্সি কেয়ারে চিকিৎসাধীন রয়েছেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা জানান, ৫ আগস্টের পর চাঁদপুর সদর হাসপাতালে দালালমুক্ত ও সেবা প্রদান কর্মসূচি শুরু করা হয়। এজন্য হাসপাতালে তাদের ২৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। শনিবার সন্ধ্যায় এক দালাল সদস্য রোগী নিয়ে যাওয়ার সময় বাধা দিলে সিয়াম নামে এক দালাল তার দলবল নিয়ে রাকিবের ওপর হামলা চালায়।

এ দিকে ঘটনাস্থলে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ পরিদর্শনকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকওয়া ডায়াগনস্টিক সেন্টারটি তালা মেরে বন্ধ করে দেয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের আটকের দাবি করেন শিক্ষার্থীরা।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘এই বিষয়ে আমরা এখনো কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মতলব দক্ষিণে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
চাঁদপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার 
চাঁদপুরে আলোচিত বালুখেকো মতিন গ্রেপ্তার