• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

মাহিন্দ্রা-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

আরটিভি নিউজ

  ১০ নভেম্বর ২০২৪, ০৯:৩৯

সাতক্ষীরার দেবহাটায় যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে লক্ষীকান্ত মণ্ডল (৫৭) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মাহিন্দ্রার আরও ৬ যাত্রী।

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চাঁদপুর মাদরাসা সংলগ্ন সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত মাছ ব্যবসায়ী লক্ষীকান্ত মণ্ডল সাতক্ষীরার সদর উপজেলা বৈচনা গ্রামের মৃত যতীন্দ্র নাথ মণ্ডলের ছেলে। এছাড়া আহতরা হলেন, একই এলাকার প্রেমকান্ত মন্ডল, সাধনা রানী, সরমা মন্ডল, কবিতা মন্ডল, মনীষা ও সীতা মন্ডল।

নিহত লক্ষীকান্ত মণ্ডলের বড় ভাই দুলাল চন্দ্র মণ্ডল জানান, কালিগঞ্জ থেকে একটি অনুষ্ঠান শেষে তার ভাই লক্ষীকান্তসহ ৬ জন মাহিন্দ্রে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চাঁদপুর এলাকায় পৌঁছালে তাদের বহনকারী মাহিন্দ্রাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মামুন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি উল্টে ৭জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লক্ষীকান্তের মৃত্যু হয়।

দেবহাটা থানার উপপরিদর্শক সুজন তালুকদার সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসসহ চালক রুবেল হোসেনকে আটক করা হয়েছে।

আরটিভি/এফআই/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাকে ‘ননসেন্স’ বললেন বুবলী
আমেরিকান প্রবাসী জায়ানের সঙ্গে যেসব কথা হলো বাফুফের
মুদি দোকানের শাটারে ঝোলানো বোমাসদৃশ বস্তু, আতঙ্কে এলাকাবাসী
যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ানের সাথে কথা বলবে বাফুফে