• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

জামাতাকে জিম্মি করে চাঁদা আদায়, শাশুড়িকে ধর্ষণ

আরটিভি নিউজ

  ১০ নভেম্বর ২০২৪, ১১:৪০

শ্বশুরবাড়িতে বেড়াতে আসা এক নতুন জামাতাকে জিম্মি করে ১৫ হাজার টাকা আদায় করে বখাটেরা। আরও ৫ হাজার টাকার দাবিতে বাড়িতে ডেকে নিয়ে শাশুড়িকে ধর্ষণ করে তারা। ভোলার চরফ্যাশনে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

শনিবার (৯ নভেম্বর) দৌলতখান লঞ্চঘাট ঢাকাগামী লঞ্চে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে শুক্রবার (৮ নভেম্বর) রাতে দুই যুবককে আসামি করে শশীভূষণ থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। পরে মামলার খবর শুনে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রসুলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. ফরাদ ও একই গ্রামের আমজীর ফরাজী।

মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই নারীর মেয়ে ঢাকায় একটি গার্মেন্টে কাজ করেন। প্রেমের সম্পর্ক থাকা এক যুবকের সঙ্গে সম্প্রতি ঢাকায় তার বিয়ে হয়। ৪ নভেম্বর মেয়েটি নতুন জামাইকে নিয়ে চরফ্যাসনে বাবার বাড়িতে আসেন। মেয়ে অচেনা এক ছেলেকে বিয়ে করে নিয়ে আসছে- এমন খবর ছড়িয়ে পড়লে গ্রামের বখাটে যুবক ফরাদ ও আজমীর ওই বাড়িতে হানা দেয়। তারা নতুন জামাইকে জিম্মি করে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। তাদের হাত থেকে বাঁচতে পরিবারটি দুই যুবকের হাতে ১৫ হাজার টাকা তুলে দেয়। কিন্তু তাতেও দুই যুবক ক্ষান্ত হয়নি। আরও ৫ হাজার টাকা দিতে হবে বলে হুমকি দিয়ে যায়। বাকি ৫ হাজার টাকা দেওয়ার জন্য ওই দিন রাতেই ভুক্তভোগী নারীকে ফরাদ নিজের খালি বাড়িতে ঢেকে নেয়। এক পর্যায়ে তারা ওই নারীকে মুখ চেপে তুলে নিয়ে পরিত্যক্ত বাগানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। ভুক্তভোগী নারী বাড়ি ফিরে তার স্বামীকে বিষয়টি জানান। এরপর শুক্রবার রাতে তারা মামলা করেন।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, দুই বখাটের বিরুদ্ধে মামলার পর তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরটিভি/এফআই/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক এমপি বাহারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা
ফায়ার ফাইটারের মৃত্যু: ট্রাকচালক-হেলপার কারাগারে
নসরুল হামিদ ও তার স্ত্রী-সন্তানের বিরুদ্ধে দুদকের মামলা
লামায় বসতঘরে আগুনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪