• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

নাটোরে আ.লীগের ৩৩ নেতাকর্মী গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ১০ নভেম্বর ২০২৪, ১৮:০০
নাটোরে আ.লীগের ৩৩ নেতাকর্মী গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

নাশকতা সৃষ্টির আশঙ্কা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাটোর জেলায় ৭ থানায় অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে সাবেক মেয়র ও ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৩৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে নাটোর জেলার ৭ উপজেলা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (১০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।

গ্রেপ্তারকৃতরা হলেন- নাটোর সদর উপজেলার ৫ নম্বর হরিশপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও সভাপতি মো. ওসমান গণি ভূঁইয়া (৬৯), আওয়ামী লীগ কর্মী মো. মনছুর আলী (৫৫), ৪ নম্বর লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল ওহাব (৬৯), আওয়ামী লীগ কর্মী রফিকুল ইসলাম (২৪), মেহেদী হাসান বিজয় (২৫), ৬ নম্বর লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল হক কামাল (৪৮), আওয়ামী লীগ কর্মী শহিদুল ইসলাম (৪৩), মো. আব্দুল মালেক (৬০), সাহেদ হোসেন সাজু (৪০), ৬ নম্বর কাফুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. কাশেম আলী (৫৭), ১ নম্বর ছাতনী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু হানিফ খোকন (৫২), আওয়ামী লীগ কর্মী মো. আকামত (৪০), মো. সাইফুল (৪৫), মো. শাহজাহান আলী (৪২), মো. তানভীর (১৮), মো. ইমরান (১৮), মো. সবুজ (৩০), আকুল বাংলা (২৩)।

নলডাঙ্গা উপজেলা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সাহেব আলী (৫০), ৪ নম্বর পিপরুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ (৫০)।

বাগাতিপাড়া উপজেলার ৩ নম্বর বাগাতিপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সহ-আইন বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন সোহাগ (৪০), আওয়ামী লীগ সমর্থক মো. আমজাদ হেসেন (৫৩)।

লালপুর উপজেলার আওয়ামীলীগ সমর্থক মো. আমিরুল ইসলাম (৩৫), মো. রিপন আলী (৩৫), মো. মুসা (২৬), মো. জামরুল ইসলাম (৪৫)।

বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ সদস্য মো. আ. বারেক সরদার (৫৩)।

গুরুদাসপুর উপজেলার ৩ নম্বর খুবজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. আব্দুর রাজ্জাক (৪৫)।

সিংড়া পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা সেন্টু (৪২), সিংড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক (৪০), উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য মো. রাকিবুল ইসলাম (২৯), ৭ নম্বর লালোর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. শামসুল ইসলাম (৬৫), ৭ নম্বর লালোর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান (৩৫), এবং ৭ নম্বর লালোর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আল মাসুম (৪৮) গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন, ‘গতরাতে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে স্ব স্ব থানায় মামলা রয়েছে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে ৮ বাংলাদেশি আটক
ফেঁসে যাচ্ছেন আল্লু অর্জুন, পুলিশের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
নারীর মোবাইল ছিনতাই, দৌড়ে ধরলেন ডিসি
জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যা