• ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
logo

স্বামীর আত্মহত্যার দুই দিন পর গলায় ফাঁস দিলেন স্ত্রীও

আরাটিভি নিউজ

  ১২ নভেম্বর ২০২৪, ১৩:৪৭

যশোর সদর উপজেলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জুলি আক্তার ঐশী (২৯) নামে এক গৃহবধূ। দুইদিন আগে তার স্বামী ঢাকায় আত্মহত্যা করেছিলেন।

সোমবার (১১ নভেম্বর) ভোরে লেবুতলা ইউনিয়নের বীর নারায়ণপুর গ্রামে স্বামীর বাড়িতে ওই গৃহবধূ গলায় ফাঁস দেন বলে জানিয়েছেন যশোর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন। নিহত জুলি আক্তার ঐশী (২৯) ওই এলাকার মাসুদ রানা রুমেলের স্ত্রী।

স্বজনদের বরাতে পরিদর্শক বাবুল জানান, ঐশী সৌদি আরব প্রবাসী ছিলেন। তার আগে একটি বিয়ে হয়েছিল। আর মাসুদ রানা ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। পাশাপাশি তিনি টিকটক করতেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে ঐশী ও মাসুদ রানার পরিচয় ও প্রেমের সম্পর্ক হয়।

এরপর এক বছর আগে ঐশী তার প্রথম স্বামীকে ছেড়ে মাসুদ রানাকে বিয়ে করেন। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে মনোমালিন্য চলত। সম্প্রতি ঐশী আবার বিদেশে যেতে চাইলে তা আরও প্রকট হয়।

এ নিয়ে ঝগড়া-বিবাদের এক পর্যায়ে শুক্রবার (৮ নভেম্বর) রাত ১টার দিকে মাসুদ রানা ঢাকায় আত্মহত্যা করেন। শনিবার যশোরে তার দাফন সম্পন্ন হয়।

ঐশীর স্বজন আরাফাত বলেন, স্বামীর আত্মহত্যার পর ঐশী মানসিকভাবে ভেঙে পড়েন। সোমবার ভোরে উঠে তিনি ওযু করে ঘরে যান। পরে ঘরের ভেতর আড়ার সঙ্গে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলে পড়েন।

বিষয়টি বাড়ির লোকজন দেখে ফেলার সঙ্গে সঙ্গে ঐশীকে উদ্ধার করে সকাল ৭টা ২০ মিনিটে যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনেন। হাসপাতলে জরুরি বিভাগের চিকিৎসক সাকিরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে যশোর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকের বলেন, প্রাথমিকভাবে জানা গেছে স্বামী-স্ত্রী দু’জনেই অভিমান করে আত্মহত্যা করেছে। তবে অন্য কোন কারণ আছে কি না তা জানার চেষ্টা চলছে। এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদান্তের রিপোর্ট পেলেই প্রকৃত তথ্য জানা যাবে।

আরটিভি/এফআই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধানখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
বিএনপির দুই সমর্থকের মধ্যে সংঘর্ষ, আহত ৬
বোমাসদৃশ বস্তু, চিরকুট ও কাফনের কাপড় রেখে প্রাণনাশের হুমকি
বাস-ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ২, আহত ১০