অস্ত্র হাতে টিকটক ভিডিও ভাইরাল, ৫ কিশোর গ্যাংয়ের সদস্য আটক
চাঁদপুরে অস্ত্র হাতে টিকটক ভিডিও ভাইরাল হওয়া পাঁচ কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) বিকেলে বাকি দুজনকে মামলা দায়েরের পর জেলহাজতে প্রেরণ করা হয়।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।
পুলিশ জানায়, চাঁদপুর শহরে কিছু সংখ্যক কিশোর গ্যাং সদস্য অস্ত্র হাতে টিকটক ভিডিও কনটেন্ট তৈরি করে ফেসবুকে ভাইরাল করে। ওই ভিডিওটি চাঁদপুর মডেল থানার ওসি মো. বাহার মিয়ার কাছে আসলে চাঁদপুর শহরকে কিশোর গ্যাং মুক্ত করতে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহরের আউটার স্টেডিয়ামের সুইমিং পুল থেকে অস্ত্র হাতে টিকটক ভিডিও ভাইরাল হওয়া পাঁচ কিশোর গ্যাং সদস্যকে আটক করে পুলিশ।
চাঁদপুর মডেল থানার এসআই আওলাদ হোসেন বাদী হয়ে কিশোর গ্যাং সদস্য রুবায়েত আরেফিন রোহান ও জাহিদ হোসেন রায়হানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করেছেন।
ওসি মো. বাহার মিয়া জানান, যে যুবকদের আটক করা হয়েছে তাদের মধ্য থেকে তিনজন কিশোরের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ না পাওয়ায় তাদেরকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। চাঁদপুর শহরকে কিশোর গ্যাং মুক্ত করতে পুলিশ সুপারের নির্দেশে অভিযান অব্যাহত রেখেছি।
আরটিভি/এফএ
মন্তব্য করুন