• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ

  ১৫ নভেম্বর ২০২৪, ১৭:২৪
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর
ফাইল ছবি

কুষ্টিয়ার মিরপুরে আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, ‘বেলা ১১টার দিকে ওই নারীকে মিরপুর স্টেশনে দেখেছিলাম। তিনি বাড়ি থেকে রাগ করে এসেছেন বলে জানান। তখন তাকে বাড়ি চলে যেতে বলি। গ্রামের নাম-ঠিকানা জানতে চাইলেও বলেননি। দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। এখন পর্যন্ত স্বজনরা খোঁজ করতে আসেননি। মরদেহ উদ্ধার করেছে পুলিশ।’

পোড়াদহ জিআরপির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল হক খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ওই নারীর মৃত্যু হয়। তার বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের মায়ের অনশন
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলা
মুক্তিযুদ্ধের সূতিকাগার কুষ্টিয়া মুক্ত দিবস আজ
কুষ্টিয়া মুক্ত দিবস পালিত