ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ

শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ , ০৫:২৪ পিএম


loading/img
ফাইল ছবি

কুষ্টিয়ার মিরপুরে আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, ‘বেলা ১১টার দিকে ওই নারীকে মিরপুর স্টেশনে দেখেছিলাম। তিনি বাড়ি থেকে রাগ করে এসেছেন বলে জানান। তখন তাকে বাড়ি চলে যেতে বলি। গ্রামের নাম-ঠিকানা জানতে চাইলেও বলেননি। দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। এখন পর্যন্ত স্বজনরা খোঁজ করতে আসেননি। মরদেহ উদ্ধার করেছে পুলিশ।’

বিজ্ঞাপন

পোড়াদহ জিআরপির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল হক খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ওই নারীর মৃত্যু হয়। তার বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |