ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

হিলিতে কমেছে পেঁয়াজ ও কাঁচামরিচের দাম

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ , ১১:০৯ পিএম


loading/img
ছবি : আরটিভি

একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলির খুচরা বাজারে কমেছে ভারতীয় পেঁয়াজ ও কাঁচামরিচের দাম। কেজি প্রতি ভারতীয় পেঁয়াজ ৫ টাকা কমে ৮৫ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা বৃহস্পতিবার বিক্রি হয়েছিলো ৯০ থেকে ৯৫ টাকায়। কাঁচামরিচ কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা কমে ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে আলু এবং চালের দাম কমেনি। দেশি আলু কেজি প্রতি ৫৫ থেকে ৬০ টাকায় এবং ভারতীয় আলু ৫৫ থেকে ৫৬ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে ভারত থেকে আমদানিকৃত চাল ৫৫ থেকে ৫৬ টাকা দরে বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৫ নভেম্বর) বাজার ঘুরে এমনটিই দেখা গেছে। 

বাজারে সরবরাহ বৃদ্ধির কারণে কমতে শুরু করেছে দাম বলছেন ব্যবসায়ীরা। কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। 

বিজ্ঞাপন

হিলি কাস্টমসের তথ্য মতে, বৃহস্পতিবার ভারতীয় ১৮ ট্রাকে ৫৩০ টন পেঁয়াজ, ১২ ট্রাকে ৫০০ টন চাল এবং ৩ ট্রাকে ৩২ টন কাঁচামরিচ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে। 

আরটিভি/এমকে   

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |