• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

বন্ধ চিনিকলগুলো পুনরায় চালুর চেষ্টা হচ্ছে: শিল্প উপদেষ্টা

আরটিভি নিউজ

  ১৬ নভেম্বর ২০২৪, ১৭:১৪
ছবি: সংগৃহীত

দেশের ছয়টি বন্ধ চিনিকলে উৎপাদন পুনরায় চালুর চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

শনিবার (১৬ নভেম্বর) সকালে দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, দেশের সব চিনিকল বন্ধ হয়ে গিয়েছিল। আমরা চেষ্টা করছি চালু করার। শুধু মিল চালু করলেই হবে না, এরমধ্যে কৃষকদের প্রণোদনা দেওয়ার বিষয়টিও আছে। আমরা ১২০ কোটি টাকা বরাদ্দ করেছিলাম। এখন আরও ১০০ কোটি টাকা বরাদ্দ হচ্ছে। আমরা চেষ্টা করছি বন্ধ চিনিকলগুলো একটা পর একটা চালু করতে।

তিনি বলেন, চিনিকলগুলো চালুর আগে সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করার জন্য টাস্কফোর্স করা হয়েছে। যার মধ্যে আখ চাষির প্রতিনিধিরাও আছেন। যারা আখ চাষ নিয়ে কাজ করেন তারাও আছেন। আমরা চেষ্টা করছি কাজগুলো একটার পর একটা করতে। সেতাবগঞ্জ চিনি কলের যে জায়গা রয়েছে, তা মিল চালু করার জন্য সম্ভাবনাময় একটা জায়গায়।

সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে শিল্প উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার দাবির পরিপ্রেক্ষিতে যত দ্রুত সম্ভব ভূমিদস্যুদের দমন করে চিনি কলের জমি উদ্ধার করা হবে।

সেতাবগঞ্জ মিলের যন্ত্রপাতি অন্য চিনিকলে নিয়ে যাওয়া প্রসঙ্গে শিল্প উপদেষ্টা বলেন, কখনো কখনো বন্ধ চিনিকলের যন্ত্রপাতি চালু থাকা মিলে নেওয়ার প্রয়োজন হয়তো হয়েছে। কিন্তু যখনই এই মিলটি চালুর সিদ্ধান্ত হবে, তখন সেগুলো নিয়ে এসে পূর্ণাঙ্গভাবে চালু করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান, সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার প্রমুখ।

আরটিভি/এমএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিগত সাড়ে ১৫ বছর বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল: শিল্প উপদেষ্টা
মোবারকগঞ্জ চিনিকলে লোকসান ৭০ কোটি টাকা 
ফ্যাসিবাদ ঘুরে দাঁড়াতে চাইলে কঠোর হাতে দমন: শিল্প উপদেষ্টা
অন্তর্বর্তী সরকার সবকিছুর পরিবর্তন করবে, সেটা সম্ভব নয়: শিল্প উপদেষ্টা