• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

মায়া চৌধুরীর বাড়িতে ভাঙচুর, লুটপাট ও আগুন

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ১৭ নভেম্বর ২০২৪, ১২:৪৯
ছবি: আরটিভি

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার (মায়া চৌধুরী) চাঁদপুরের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শনিবার (১৬ নভেম্বর) রাতে মতলব উত্তর উপজেলার মোহনপুরের বাড়ির দুটি ভবনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শনিবার রাতে মতলব উত্তরের মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী মোহাম্মদ মিজানুর রহমানের অনুসারী ১২০ থেকে ১৫০ জন লোক প্রথমে মোহনপুর বাজার সংলগ্ন ওয়াসিম ব্যাপারী, বাচ্চু খালাসী, তোফাজ্জল খালাসী, গোলাম হোসেন খালাসী, ইউসুফ খালাসী, মুক্তার খালাসী, মাখন খালাসী ও রেফুল ব্যাপারীদের বাড়িতে ভাঙচুর ও লুটতরাজ করে। পরে তারা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ আরও জানায়, মতলব উত্তর সার্কেল, থানা পুলিশসহ সেনাসদস্যরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক বলেন, মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী মোহাম্মদ মিজানুর রহমানের অনুসারী শতাধিক কর্মী এই ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে মায়ার পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, এ ঘটনায় কাউকে এখনও আটক করা না হলেও পুলিশ অপরাধীদের খুঁজছে।

আরটিভি/আইএম/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঙ্গু হাসপাতালের আগুন নেভাল রোগীর স্বজনরা
গায়ক উদিত নারায়ণের বাড়িতে ভয়াবহ আগুন, নিহত ১
পুরানা পল্টনের ভবনের আগুন নিয়ন্ত্রণে
পুরানা পল্টনে ভবনে আগুন